কেরানীগঞ্জে ছাত্রদল নেতা বাবুকে কুপিয়ে জখম-ওয়াশপুর ব্রিজ এলাকায় দুষ্কৃতকারীদের হামলা
ঢাকার কেরানীগঞ্জে বাবু (২৪) নামের এক ছাত্রদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শাক্তা ইউনিয়নের ওয়াশপুর ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে। আহত বাবু শাক্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
শাক্তা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাওশাদ আহমেদ বলেন,আমরা ওয়াশপুর এলাকায় একটি মিটিং করছিলাম। সে সময় বাবু দোতলা থেকে নিচে নামলে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। পরে আমরা তাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠাই।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়-বাবু একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে নেমে ব্রিজের দিকে এগোচ্ছিলেন। ঠিক সেই সময় দেশি চাপাতি, রামদা ও ছুরি হাতে কয়েকজন তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, ঘটনার বিষয়ে আমরা অবহিত হয়েছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের বরাতে জানা গেছে, হামলার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাস্থল ও আশপাশে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
আহত বাবুর অবস্থা গুরুতর বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার পেছনে কোন গ্রুপিং বা পূর্বশত্রুতা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
Comments