নীলফামারীতে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা
নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়ের আয়োজনে দশদিন ব্যাপী 'উদ্যোক্তা মেলা' শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় (৪নভেম্বর) শহরের শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।
জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) জেলা কমিটির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান খান, গণঅধিকার পরিষদের জেলা আহবায়ক জাহাঙ্গীর হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বক্তব্য দেন অনুষ্ঠানে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী যুব ফোরামের সাধারণ সম্পাদক মারুফ খান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, উদ্যোক্তা মেলায় হস্ত ও কুটির শিল্প পণ্যের প্রদর্শণ ছাড়াও সম্মিলন ঘটবে ছোট বড় উদ্যোক্তাদের। এতে একে অপরের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি পণ্যের বাজারজাত করণের নেটওয়ার্ক তৈরি করতে পারবেন তারা।
ডিসি বলেন, শুধু বিসিক নয় উদ্যোক্তাদের সমৃদ্ধিতে সবসময় পাশে থাকবে জেলা প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশ নেয়া স্টল সমুহ পরিদর্শন করেন অতিথিগন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন স্থানীয় ও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শিল্পিবৃন্দ।
বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক বলেন, দশদিন ব্যাপী এই মেলায় ৬০টি স্টল স্থান পেয়েছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণ ও বিক্রির ব্যবস্থা রয়েছে এতে। বলেন, জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
Comments