বিশ্বশান্তি কামনায় চাঁদপুরে লোকনাথের ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব
প্রাণঘাতী রোগ-ব্যাধি থেকে মুক্তি, আপনজনের মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় চাঁদপুরের পুরানবাজারে বাবা লোকনাথের ঐতিহ্যবাহী ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই বিশেষ ব্রত ও প্রদীপ প্রজ্জ্বলন সম্পন্ন হয়।
৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পুরানবাজারের দাসপাড়ায় সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উদযাপন পরিষদের আয়োজনে এই পুণ্য উৎসবটি অনুষ্ঠিত হয়। শত শত ভক্তের উপস্থিতিতে মন্দিরের প্রাঙ্গণ এক স্বর্গীয় আবহে ভরে ওঠে।
জানা যায়, কার্তিক মাসের শেষ ১৫ দিনের শনি ও মঙ্গলবার লোকনাথ ভক্তরা 'রাখের উপবাস' বা 'কার্তিক ব্রত' পালন করে থাকেন। এই দিনটিতে সারাদিন উপবাসের পর সন্ধ্যায় ঘৃত প্রদীপ জ্বালিয়ে বাবা লোকনাথ ব্রহ্মচারীর রাতুল চরণে প্রার্থনা করেন তারা। ভক্তদের বিশ্বাস, বাবা লোকনাথের নির্দেশিত এই ব্রত পালনের মাধ্যমে কলেরা-বসন্তসহ বিভিন্ন প্রাণঘাতী রোগ-ব্যাধি থেকে মুক্তি মেলে এবং পরিবারে সুখ-শান্তি বিরাজ করে।
মঙ্গলবার সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গণে ঢল নামে উপবাসরত নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে ভক্তদের। তারা প্রদীপ, মোমবাতি ও ধূপ জ্বালিয়ে বাবা লোকনাথের আরাধনায় মগ্ন হন। শত শত ঘৃত প্রদীপের আলোয় দাসপাড়ার সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে, সেই সাথে ধূপের গন্ধে তৈরি হয় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশ। ভক্তরা একাগ্রচিত্তে নিজেদের ও প্রিয়জনের জন্য মঙ্গল কামনায় এবং দেশ-জাতির কল্যাণ ও বিশ্ব শান্তির প্রার্থনা জানান।
প্রদীপ প্রজ্জ্বলন শেষে ধর্মীয় রীতিনীতি মেনে জ্বলন্ত প্রদীপগুলো পার্শ্ববর্তী নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। এই ভাসমান প্রদীপের আলোয় নদী তীরবর্তী স্থানসমূহে তৈরি হয় এক অসাধারণ দৃশ্য। এরপর উপবাস ভঙ্গকারী ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম সূত্রধর বলেন, "বাবা লোকনাথ স্বয়ং প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস ও প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন। সেই বিশ্বাস থেকেই আমরা প্রতি বছর এই ব্রত পালন করে থাকি। রোগ-ব্যাধি থেকে মুক্তি, আপনজনের মঙ্গল এবং সকলের জন্য শান্তি কামনা করাই আমাদের এই উৎসবের প্রধান লক্ষ্য।" তিনি আরও জানান, এই উৎসবে দূর-দূরান্ত থেকেও বহু ভক্ত অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সার্বিক কাজে উপস্থিত ছিলেন দাসপাড়া সর্বজনীন শ্রী শ্রী শিব মন্দির কমিটির ঘৃত প্রদীপ প্রোজ্জ্বলন উদযাপন পরিষদের সভাপতি প্রবাস মজুমদার, শিব মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার দে, সাধারণ সম্পাদক নেপাল সাহা, উপদেষ্টা শনি রাম দাস, শ্যাম সুন্দর দাস, অজিত দাস, ক্ষুদিরাম দাস, বাবুল পোদ্দারসহ অন্যরা। এতে সঙ্গীত পরিচালনা করেন পালপাড়া বিষ্ণু মন্দিরের বলাই সরকারসহ অন্যরা।
এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসবগুলি সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
Comments