গোপালগঞ্জের তিনটি আসনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে-তৃণমুলের নেতাকর্মী
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনের প্রার্থী ঘোষনা করেছে বিএনপি। এর পরপরই আনন্দ মছিল করে নেতাকর্মী ও সমর্থকেরা।
সোমবার বিকালে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষনা করেন। এসময় তিনি গোপালগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ আসনে ডা. কেম এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে প্রার্থী হিসাবে তাদের নাম ঘোষনা করেন। এরপরই দলীয় কায্যালয়ের নেতাকর্মীরা ভীড় করেন। এসময় ডা. কে এম বাবরকে শুভেচ্ছা জানান নেতাকর্মীর। এসময় জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছল ও মিষ্টি বিতরণ করেন নেতার্মীরা।
নেতাকর্মীরা বলেন, এমন ঘোষনার মধ্য দিয়ে ১৭ বছর যারা দলের জন্য, কর্মীদের জন্য কাজ করছেন তাদের মূল্যায়ন করা হয়েছে। ফলে জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থীরা জয়ী হবে এবং আগামী নির্বাচনে এগিয়ে যাবে বিএনপি।
গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. কে এম বাবর বলেন, এ ঘোষনার মধ্য দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে। আগামী নির্বাচনে সকলকে সাথে নিয়ে বিজয়ী হয়ে গোপালগঞ্জ-২ আসনটি তারেক রহমানকে উপহার দেয়া হবে। এখন থেকে আমরা নির্বাচনী ট্রাকে উঠে পরলাম। নেতাকর্মীদের সাথে নিয়ে এগিয়ে যাবো আমি।
 
        
      
Comments