উল্লাপাড়ায় অমৃতা হত্যা বিচারের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ অমৃতা রাণী হালদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত অমৃতা হালদারের বাবা আনন্দ হালদার অভিযোগ করে বলেন, অমৃতাকে নির্মমভাবে হত্যা করে এ ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে। তার স্বামী জীবন বর্মণসহ পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অমিতার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। একপর্যায়ে তাঁরা অমৃতাকে হত্যা করেন বলে দাবি তার বাবার।
অমৃতার বোন সেতু হালদার বলেন, আমার বোনের স্বামী জীবন বর্মণ মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই আমার বোনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তার দাবি এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এ হত্যার ন্যায্য বিচার চাই।
স্বজনরা আরও অভিযোগ করেন, প্রধান আসামি জীবন বর্মণ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। তাঁরা দ্রুত সকল আসামির গ্রেপ্তার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর উল্লাপাড়ার শ্যামলীপাড়ার পশ্চিম পাড়া মহল্লা থেকে গৃহবধূ অমৃতা রাণী হালদারের রহস্যজনক লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলার পরও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ স্বজনদের।
Comments