'কিং' মুভির আগুন ঝরানো টিজার নিয়ে এলেন কিং খান
গত এক বছরে বিরাট কোনও ধামাকা নিয়ে হাজির হতে পারেননি শাহরুখ। তবে আগামীতে যে তুফান তোলার প্রস্তুতি নিচ্ছেন সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড বাদশা। ২০১৮-তে জিরো বক্স অফিসে মুখ থুবরে পড়তেই লম্বা বিরতি নিয়েছিলেন। ২০২৩-এ সিদ্ধার্থ আনন্দের 'পাঠান'-এ গ্র্যান্ড কামব্যাকের পর অ্যাটলির 'জওয়ান'-এ ঝড় তোলেন শাহরুখ। জওয়ানের জন্য ৩৩ বছরের কেরিয়ারে প্রথমবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। দুবছরের ব্যবধানে ফের পরিচালক-অভিনেতা জুটির আরও এক ধামাকার অপেক্ষা। ইতিমধ্যেই প্রকাশ্যে তার প্রথম ঝলক। শাহরুখের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল পরবর্তী ছবির নাম 'কিং'-এর ঘোষণা। ছবির নাম তাঁর উপাধি 'কিং খান'-এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।
একেবারে নতুন লুকে ছক্কা হাঁকালেন শাহরুখ। কয়েক সেকেণ্ডের টিজারে ছোট, সোনালি চুলে শাহরুখকে দেখে ভক্তরা মুগ্ধ। জাহাজের ক্যাসিনোতে একের পর এক শত্রুনিধন! রক্তাক্ত মুখ, দাঁতের ফাঁকে ধরে আছেন 'কিং' নামাঙ্কিত কার্ড। যার মাধ্যমেই ছবির নামে পড়ল সিলমোহর। পরিচালক সিদ্ধার্থ আনন্দ প্রতিশ্রুতি দিয়েছেন এই ছবিতে দর্শক দেখবেন 'এক নতুন শাহরুখ খান'-কে।
'কিং' প্রযোজনা করছে শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, সঙ্গে রয়েছে জিও স্টুডিওস। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, অরশাদ ওয়ারসি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত এবং রাঘব জুয়েলকে। প্রথমবার শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন মেয়ে সুহানা খান। এছাড়া রানি মুখোপাধ্যায়, অনিল কাপূর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, অক্ষয় ওবেরয় ও করনভীর মালহোত্রাও থাকবেন।
 
        
      
Comments