গাইবান্ধায় ইপিজেডের মানববন্ধনে দাবিতে মানববন্ধন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতালদের বিরোধপূর্ণ জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) না করে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাঁকোয়া সেতু এলাকায় করার দাবি জানিয়েছেন ঢোলভাঙা বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
শনিবার (১ নভেম্বর) বিকেল চারটায় গাইবান্ধা পলাশবাড়ী মহাসড়কে ঢোলভাঙ্গার সাঁকোয়া ব্রিজে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। ঢোলভাঙ্গা এলাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি আছে। এ জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। কিন্তু ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ এসব জমিতে উচ্ছেদের উদ্দেশ্যে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ সাঁওতাল নিহত ও অন্তত ২০ জন আহত হন।
সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় সাঁওতালদের পৈতৃক জমিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইপিজেড নির্মাণে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষকে (বেপজা) দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে ইপিজেড নির্মাণ করা হলে সাঁওতালদের বাপ-দাদার জমি থাকবে না। সাঁওতালদের উচ্ছেদ করে ইপিজেড নির্মাণ যুক্তিযুক্ত নয়। তাই এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে সাঁওতালরা আন্দোলন অব্যাহত রেখেছেন। এ বাস্তবতায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া সেতু এলাকায় ইপিজেড চান গাইবান্ধাবাসীসহ ঢোলভাঙ্গা এলাকাবাসী।
মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাইবান্ধা নাগরিক মন্ঞ্চের আহবায়ক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক-সংগ্রাম পরিষদ গাইবান্ধা আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, ইপিজেড বাস্তবায়ন কমিটির আহবায়ক কুশলাশীষ চক্রবর্তী সাগর, স্থানীয় বেতকাপা ইউনিয়ন বিনপির সাবেক আহবায়ক রফায়েত মিয়া, স্থানীয় ব্যাবসায়ী আব্দুল মজিদ, সমাজ সেবক আবু তাহের তালুকদারসহ
প্রমুখ। মানববন্ধন শেষে মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
Comments