বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি কর্মসংস্থান হবে- আনিসুল হক
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর ক্ষমতায়ন ও কৃষকের উন্নয়ন করা হবে। রাস্তাঘাটসহ শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করা হবে। নির্বাচনের আগ পর্যন্ত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান করেন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জে ধর্মপাশায় বিএনপির ৩১ দফার প্রচারের লক্ষে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতা রফিকুল মিয়ার সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমতের সঞ্চালনায় উঠান বৈঠকে তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধ সংগ্রাম করেছেন। ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা এদেশ থেকে পালিয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে নির্বাচনে সে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, ধর্মপাশা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লাল মিয়া, স্বপ্ন মিয়া, রফিক বিন জাহাঙ্গীর, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা ভাস্কর রায়, এমদাদুল হুদা, তাহিরপুর উপজেলা যুবদলেন আহ্বায়ক এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, ধর্মাপাশা উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক স্বেচ্ছাসেবক দলের নুরুল আমিন, কৃষকদলের ধর্মপাশা উপজেলার আহ্বায়ক ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লুৎফুর রহমান প্রমুখ।
Comments