নীলফামারীর ‘নীলসাগরের’ সৌন্দর্য বর্ধণের কাজ শুরু
২ কোটি ১৭লাখ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম শুরু হয়েছে নীলফামারীর পাখির অভয়াশ্রম নীলসাগরে।
বৃহস্পতিবার দুপুরে (৩০ অক্টোবর) ফলোক উন্মোচন করেন উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, উপজেলা প্রকৌশল দফতরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ,সাংবাদিক আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 'সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় নীলসাগর দিঘীর এই উন্নয়ন কাজ সম্পন্ন হচ্ছে।
Comments