উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, অনুষ্ঠিত হলো “প্রগতির পথে জীবনের গান”
গোপালগঞ্জে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর এ অনুষ্ঠানের আয়োজন করে।
"প্রগতির পথে জীবনের গান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতেই সাংস্কৃতিক অঙ্গনের সাথে সম্পৃক্ত চার গুণী কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, অনিল বিশ্বাস, নিপর্না বিশ্বাস এবং শিব শংকর অধিকারীকে উত্তরীয় পড়িয়ে হাতে ক্রেষ্ট তুলে দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
এরপর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। গানের তালে নেচে শিল্পকলা একাডেমির মঞ্চ মাতিয়ে তোলে শিশু শিল্পীরা। সাংস্কৃতিক অঙ্গনে আগামীর নক্ষত্র হিসাবে জানান দেয় এসব ক্ষুদে শিল্পীরী। এসময় স্থানীয় শিল্পীরা গান, নাচ ও কবিতা আবৃতি করেন। পাশাপাশি পরিবেশিত হয় মুক্তিযুদ্ধ, মানবতা ও প্রগতির চেতনাকে ধারণ করা দলীয় সংগীত। এ অনুষ্ঠান দেখতে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আসেন নানা বয়সের সাংস্কৃতিকপ্রেমিরা। মন্ত্র মুগ্ধের মত অনুষ্ঠান উপভোগ করেন তারা।
কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী বলেন, উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করছে। শিল্প-সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই হবে মানুষ ও মানবতার মুক্তি। উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাঙালির মুক্তচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক।
জেলা কালচারাল কর্মকর্তা ফারহান কবীর সিফাত বলেন, সাংস্কৃতিক জগৎকে যারা উজ্জীবীত রাখে তারাই সাংস্কৃতিক সংগঠন। একটি জেলায় সংগঠনগুলো যখন একসাথে কাজ করবে, সব সংগঠন মিলিত হয়ে কিছু একটা দিবে, তখনই ঢেউ-এর আন্দোলনের মত সারা জেলায় ছড়িয়ে পড়বে। সেটা জেলা পাড় করে দেশ-দেশান্তর পাড় হয়ে যাবে। উদীচীর গুনী ব্যক্তিদের সম্মামনা জানানো, সব সংগঠনকে সুযোগ করে দেয়াটা সৌহার্দ্যের ব্যাপার।
জেলা উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. নাজমুল ইসলাম বলেন, শুধু অর্থনৈতিক ক্ষেত্রে নয় সাংস্কৃতিক ক্ষেত্র্রেও মুক্তির প্রয়োজন। সংস্কৃতির চর্চাই পারে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে। তাই সংগীত, নৃত্য ও কবিতার মাধ্যমে প্রগতির আলোর বার্তা ছড়িয়ে দিচ্ছে উদীচী শিল্পীগোষ্ঠী। জেলার সাংস্কৃতিক অঙ্গণ এগিয়ে নিতে কাজ করবে উদীচী শিল্প গোষ্ঠী। তাই সাংস্কৃতিক অঙ্গণকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি ব্যক্তি পয্যায়ে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।
Comments