গোপালগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার একটি বাগান থেকে রঞ্জু সিকদার (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রঞ্জু সিকদার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের গোপ্তরগাতী গ্রামের আতো সিকদারের ছেলে।
ওসি মোস্তফা কামাল জানান, সকালে বাড়ির পাশের বাগানের একটি গাছে রঞ্জু সিকদারের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি পারিবারিক বা মানসিক কোনো কারণ ছিল কিনা তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
Comments