জামালপুরে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব ও যুগ্ম-আহবায়ক আনোয়ার জামান লিটন।
এ সময় বক্তারা বলেন, আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছেন। এখন আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা।
পরে বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে যুবদলের নেতাকর্মীরা জেলা যুব দলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালীটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে তা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় গিয়ে শেষ হয়।
Comments