কানাইঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেটের কানাইঘাট ডোনা সীমান্তে খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৩) নামের এক যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। রোববার দুপুরে দনা সীমান্তে এ ঘটনাটি ঘটে।
নিহত সাকিল আহমেদ গত সপ্তাহে বিবাহ করেছে। সে দনা পাত্তিছড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে সে চোরাই মালামাল আনতে গেলে খাসিয়ারা তার উপর গুলি চালায়। এ সময় তার সঙ্গে থাকা অপর দু'জন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
কানাইঘাট থানার ওসি বিজিবি'র বরাত দিয়ে গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা জার্নালকে বলেন, 'ডোনা এলাকার কয়েকজন যুবক সুপারি আনতে সীমান্তের ওপারে ঢুকে পড়েছিলেন। এ সময় গুলিতে সাকির গুরুতর আহত হন। তাকে সঙ্গীরা দ্রুত নিয়ে এসে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
Comments