ভ্যান হারিয়ে দিশেহার ভ্যান চালক
গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আহাজারি করতে করতে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন ভ্যানচালক মলয় মধু। আর তার কান্না দেখে ভিড় করেছেন অনেকেই।
তার কান্নার কারণ আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্ত্বরের সামনে থেকে।
ভ্যানচালক মলয় মধু জানান, সংসারে তার মা, স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে রয়েছে। ভ্যান চালিয়ে যা আয় হয় তা দিয়েই ৮ জনের পরিবারের ভরণপোষণ কোন রকমে চলিয়ে নিচ্ছলেন।
তবে আজ রবিবার সকালে একটি মামলার খোঁজখবর নিতে স্ত্রী, এক মেয়ে ও ছেলেকে নিয়ে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামের নিজ বাড়ি থেকে গোপালগঞ্জ আদালতে আসেন তিনি। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় সুশাসন চত্ত্বরের সামনে ভ্যানটি রেখে আদালতে যান। কিছুক্ষণ ফিরে এসে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজ করেও কোন সন্ধান না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসির রুমে যান তিনি। তবে সেখানে সিসিটিভি না থাকায় সনাক্ত করা যায়নি চোরকে বা কিভাবে তার ভ্যানটি নিয়ে গেছে।
তিনি জানান, ব্যাংক আর এনজিও থেকে লোন নিয়ে তিনি ভ্যানটি কিনেছিলেন। এই ভ্যানের আয় দিয়েই চলছিলো তার সংসার। আয়ের একমাত্র ভ্যানটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। ভ্যান হারিয়ে তার আহাজারিতে ভারি হয়ে ওঠে জেলা প্রশাসকের কার্যালয়। দ্রুত তিনি ভ্যানটি উদ্ধার করে চোরদের গ্রেপ্তার করার দাবি জানান।
Comments