কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাথে মতবিনিময়ে রেজাউল করিম খান চুন্নু
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং কিশোরগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম খান চুন্নু।
শনিবার (২৫ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম খান চুন্নু বলেন, "গণমাধ্যমই সমাজের দর্পণ। সাংবাদিকদের সাহসী ও নিরপেক্ষ লেখনি জাতিকে সত্যের পথে রাখে।"
অনুষ্ঠানে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি ফোরামের সদস্যদের সাথে সৌজন্য আলাপ ও স্মারকচিত্রে অংশ নেন।
Comments