জামালপুরের নবনিযুক্ত জেলা কালচারাল অফিসার তমাল বোস
জামালপুরের জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার হিসেবে যোগদান করেছেন তমাল বোস। গত ২১ শে অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক অফিস আদেশে তিনি জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে যোগদান করেন।
জামালপুর শহরে জন্ম নেওয়া জনাব তমাল বোস শৈশব থেকেই সংস্কৃতি চর্চার সাথে জড়িত। তিনি একজন সুপরিচিত তবলা বাদক এবং সংগঠক। তিনি জামালপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ, জামালপুর থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
চাকরি জীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা পর্যায়ে শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং সর্বশেষ কুড়িগ্রাম জেলায় দায়িত্ব পালন করেন।
ব্যক্তি জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক এবং তাঁর স্ত্রী স্বনামধন্য কণ্ঠশিল্পী অজন্তা সাহা।
তিনি জামালপুর জেলায় যোগদান করায় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীবৃন্দ তাঁকে অভিনন্দন জানান এবং জামালপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জেলা কালচারাল অফিসার তমাল বোস বলেন, আমি জামালপুরের সন্তান। এই শিল্পকলা একাডেমি জেলার সাংস্কৃতিক কর্মীদের। সাংস্কৃতিক কর্মীরাই জামালপুর জেলা শিল্পকলার প্রাণ। শিল্পকলা একাডেমির প্রতিটি কর্মসূচিতে সকল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে উৎসবমুখর হবে প্রতিটি কর্মসূচি। সেই সাথে তিনি জেলার সকল সাংস্কৃতিক কর্মী সহ সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
Comments