কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা করার সরকারের নীতিগত সিদ্ধান্ত
ঢাকার কেরানীগঞ্জ উপজেলা অবশেষে 'ক' শ্রেণির পৌরসভা হতে যাচ্ছে। সরকারের সর্বশেষ নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সাভারকে সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে 'ক' শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মুহাম্মদ মাহবুব উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে (তারিখ: ১২ অক্টোবর ২০২৫) বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়। চিঠিতে বলা হয়, সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে নতুন সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে 'ক' শ্রেণির পৌরসভা ঘোষণা বিষয়ে প্রধান উপদেষ্টার মতামত প্রদানের জন্য অবহিত করা হলো।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লেখেন, সাভার ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে 'ক' শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ ঘোষণায় কেরানীগঞ্জ জুড়ে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ জানান, পৌরসভা হলে কেরানীগঞ্জে নগর সুবিধা বৃদ্ধি পাবে-রাস্তা, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও বিদ্যুৎ সেবায় আসবে উন্নয়ন।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, এ সিদ্ধান্তের ফলে কেরানীগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। বর্তমানে কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল অংশের দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধি বিবেচনায় প্রশাসনিক উন্নয়ন অপরিহার্য হয়ে উঠেছিল।
অন্যদিকে, সাভার পৌরসভা ও আশুলিয়া মিলে গঠিত হতে যাওয়া সাভার সিটি করপোরেশন রাজধানী ঢাকার তৃতীয় সিটি করপোরেশন হিসেবে গড়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, 'ক' শ্রেণির পৌরসভা ঘোষণার পর কেরানীগঞ্জে প্রশাসনিক কাঠামো, জনবল, ওয়ার্ড বিভাজন ও নির্বাচনী এলাকা পুনর্গঠনসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।
কেরানীগঞ্জবাসীর আশা-নগর প্রশাসনের আওতায় এলে অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা এবং বিনিয়োগ সম্ভাবনায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Comments