চট্টগ্রামে রক্তাক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকায় সাগরতীরবর্তী কাশবনের ভেতর থেকে শামীম মাকসুদ খান জয় (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাত-পায়ের রগ কাটা ছিল বলে জানায় পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে এলাকাবাসী শামীমকে আহত অবস্থায় কাশবনে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামীম ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (AIUB) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক শেষ করেন এবং বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ইভেনিং এমবিএ প্রোগ্রামে ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার দিন দুপুরে শামীম বাসা থেকে বের হন। যাওয়ার আগে তিনি তার মাকে জানান, একটি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং কারো সঙ্গে দেখা করার কথাও বলেন।
মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়, তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
Comments