বাধ্যতামূলক অবসরে ৯ জন ওএসডি সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) পদে থাকা ২ জন সিনিয়র সচিব এবং ৭ জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাধ্যতামূলক অবসরে পাঠানো সিনিয়র সচিবরা হলেন মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান। এছাড়াও সচিব পদমর্যাদার আওতায় আছেন মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এম মতিউর রহমান ও শফিউল আজিম।
প্রজ্ঞাপনগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে যে, তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে সরকার তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদানের প্রয়োজনীয়তা বিবেচনা করেছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার অধীনে তাদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তবে বিধি অনুযায়ী তারা অবসরকালীন সকল সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Comments