ঝিনাইদহে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

'সবার জন্য মানসম্মত পরিসংখ্যান' প্রতিপাদ্যে ঝিনাইদহে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেরা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আব্দুল আলিমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরা। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল বলেন, পরিসংখ্যান অফিস থেকে জনসংখ্যা, জন্মগ্রহণ শুমারি সহ অন্যান্য আর্থ সামাজিক জরিপও পরিচালনা করা হয়। মানব জীবন ও সমাজের সাথে যে তথ্যগুলো প্রয়োজন এগুলো জেলা পরিসংখ্যান অফিস সংরক্ষণ করে সঠিক তথ্য প্রকাশের ক্ষেত্রে যথেষ্ট সহযোগী। সুতরাং জনসাধারন এই অফিস থেকে সঠিক তথ্য পেতে পারে। সাথে পরিসংখ্যান অফিসেরও জনসম্পৃক্ততা আরও বাড়াতে হবে যাতে করে তথ্যগত দিক থেকে তারা আরো সমৃদ্ধ হতে পারে।
Comments