নীলফামারীর ডিমলায় ওয়ার্ড পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ উদ্বোধন

তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নীলফামারীর ডিমলায় সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে বিএনপি।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের সুটিবাড়ি বাজারে ওয়ার্ড পর্যায়ের এই সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয়ভাবে এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু।
এ সময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন, সেফাউল জাহাঙ্গীর আলম শেপু, অধ্যক্ষ মনোয়ার হোসেন, অধ্যাপিকা সেতারা সুলতানা চৌধুরী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী বক্তব্য দেন। অনুষ্ঠানে গয়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা হক প্রধান বাচ্চু বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে এই আসনে আমাদের তুহিন ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। এজন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।
তিনি আরও বলেন, তুহিন ভাই এমপি হলে বদলে যাবে এই এলাকার চিত্র। বিএনপির নেতারা বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান তৃণমূল সংগঠনকে নতুন উদ্যমে পুনর্গঠনের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে দলের শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments