উল্লাপাড়ায় ডা. সাইফুল ইসলাম হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০০৯ সালের ২৯ এপ্রিল আওয়ামী সন্ত্রাসীদের আঘাতে নিহত ডা. সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের আলীগ্রামের জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর পার হলেও ডা. সাইফুল ইসলাম হত্যার বিচার আজও হয়নি। বিচার না হওয়ায় হত্যাকারীরা এখনও অবাধে চলাফেরা করছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, অফিস সেক্রেটারি আব্দুল বারি, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা যুববিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক রিসায়েত করিম নয়ন, সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়াত ও বিনএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments