জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন নিহত হওয়ার ঘটনায় হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে ব্রক্ষপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি রেজওয়ান আহমেদ শাওন ও সাধারণত সম্পাদক তানজিম আহম্মেদ রাকিব উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোখলেছুর রহমান রূপক,আশরাফুল ইসলাম শাফী, আকমল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিসানুর খান ও সাংগঠনিক সম্পাদক মাহতাব হোসেন মুবিন।
বক্তারা বলেন, আমি শুধু দৃঢ় কণ্ঠে বলতে চাই, জোবায়েদ হোসেনের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করে হত্যাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেবল বিক্ষোভ মিছিল করেই থেমে থাকবে না, বরং আমাদের বিক্ষোভ-সমাবেশকে আরও বেগবান করার জন্য আমরা আমাদের মতো করে কর্মসূচি ও পরিকল্পনা প্রণয়ন করব। এ সময় হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
Comments