ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সরাইল ব্যাটালিয়ন। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১৫ হাজার ১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে ও১০৭ পিস কম্বল। ১৯ অক্টোবর রবিবার ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য ১২ কোটি ৬৩ লাখ বিশ হাজার টাকা।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপভ্যান থেকে উন্নত মানের কম্বল ও মোবাইল ফোনের ডিসপ্লেসহ বিপুল পরিমাণ বিদেশি পণ্য উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশে সীমান্ত এলাকায় যেকোনো চোরাচালান, নাশকতা ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে প্রায় ১৪০ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে তারা।
Comments