মিরসরাইয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. ইউসুফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
রবিবার (১৯ অক্টোবর) ভোররাত ৫টায় রান্নাঘরের চালের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
ইউসুফ মিয়া মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের ছেরু হাফেজ বাড়ির মো. খুরশিদ আলমের বড় ছেলে।
নিহতের চাচী খালেদা আক্তার জানান, ইউসুফ মিয়া মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। গত রাতে সে বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছে। ভোরেও ঘুম থেকে উঠেছে তার মা দেখেছে। এই সময় সবার চোঁখ ফাঁকি দিয়ে আমার রান্না ঘরের চালের বাঁশের সাথে রশি পেঁচিয়ে সে মারা যায়। পরে রান্নাঘরে দরজা খুলে তাকে ঝুলতে দেখলে আমার চিৎকারে সবাই এগিয়ে আসে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
তিনি দুশ্চিন্তা ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানতে পেরেছি। তারপরও আমরা বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখবো। থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের অনুরোধে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
        
      
Comments