সলিমপুরে সন্ত্রাসী রোকন উদ্দিনের শাস্তির দাবীতে বিক্ষোভ

জঙ্গল সলিমপুরে খাসের জমির কথা বলে জুজুর ভয় দেখিয়ে চাঁন্দাবাজি, মাস্তানী করে অতিদ্রুত নিরসন করা হবে বলে জানিয়েছেন আলী নগর বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক
মোঃ ইয়াছিন। গতকাল শুক্রবার সন্ধ্যায় (১৭ অক্টোবর) রোকন বাহিনীর ৫০লক্ষ টাকা চাঁদা দাবীর প্রতিবাদ জানিয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে ইয়াছিন বলেন' গত ০৪/১০/২০২৫ইং তারিখে ভোর ৪-৫ ঘটিকার সময় জঙ্গল সলিমপুর আলী নগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী ও তার ভাড়া করা দেশের বিভিন্ন প্রান্তের অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় নির্বিচারে গুলিবর্ষনসহ দেশীয় অস্ত্র দিয়ে নিরিহ এলাকাবাসীর ঘরবাড়িতে হামলা চালায়। হামলার ভয়াবহতা দেখে ভোরে ফজরের নামায পড়তে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা আতঙ্কিত হয়ে পরেন। সেই সময় এলাকাবাসীর জানমালের নিরাপত্তার বিষয়টি অনুভব করে মসজিদের মাইক থেকে ঘোষনা আসে এলাকায় ডাকাত ঢুকেছে। মাইকের শব্দে ঘুম থেকে সাধারণ জনগণ জেগে উঠে। ঐক্যবদ্ধ এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের ১৫জন সদস্য আটক হয়। পরবর্তীতে আটক হওয়া সন্ত্রাসীদেরকে সীতাকুন্ড মডেল থানা পুলিশের কাছে এলাকাবাসী হস্তান্তর করেন।

আটক হওয়া ১৫জন সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র ছিলো তা ৫আগষ্ট থানা থেকে লুন্ঠিত অস্ত্র বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। এই সন্ত্রাসীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা না হলে আমরাই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি আরো বলেন " সলিমপুরে রাজনীতির উপর ভর করে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন "দীর্ঘদিন ধরে রোকন উদ্দিন বাহিনীর জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে ১০নং সলিমপুর ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনগণ। রোকন বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের ফলে সব সময় এলাকাবাসী আতঙ্কে থাকে। সে ছিন্নমুল, আলী নগরসহ সব জায়গা নিয়ন্ত্রণ নিতে চায়- আমরা কঠোর কন্ঠে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই রোকন ও তার সহযোগীদেরকে আর সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না। সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবো। আজকের বিক্ষোভ ও মানববন্ধন থেকে ১০নং সলিমপুর ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনগণের একটাই দাবী সন্ত্রাসী রোকন উদ্দিনের শাস্তি চাই। অনতিবিলম্বে তাকে দেশের আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে দ্রুত গ্রেফতার করা হোক।
সমাবেশে বক্তারা আরো বলেন "সম্প্রতি সংবাদ সংগ্রহ করতে আসা বেসরকারী টেলিভিশন এখন টিভি'র চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ হোসেন ও ক্যামেরা পার্সন পারভেজের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদও জানাচ্ছি। সেই সাথে মিডিয়ার ভাইদেরকে বলবো আপনারা সঠিক তথ্য যাচাই করে সংবাদ পরিবেশন করবেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোঃ ইয়াসিন, মোঃ ওমর ফারুক, নুরুল ইসলাম, নুরুল হক ভাণ্ডারী, মোঃ আল আমিন, মোঃ হাবিবসহ হাজারো ছিন্নমুলবাসী।
Comments