বিপিএলে থাকছে পুরনো তিন ফ্র্যাঞ্চাইজি

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন। এরপরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে তোড়জোড় শুরু করে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যে বিপিএলের জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করা হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু পুরনো ফ্র্যাঞ্চাইজি। দরপত্রে পুরনো তিন ফ্র্যাঞ্জাইজি ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স তাদের ফ্র্যাঞ্জাইজি ধরে রাখতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া কুমিল্লা ফাইটার্স নামে দল পেতে আগ্রহ প্রকাশ করেছে এক ফ্র্যাঞ্চাইজি।
বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ফ্র্যাঞ্জাইজি ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিগত বছরের বিপিএলে ছিল না তারা। যে কারণে কুমিল্লা থেকে বিপিএলে ছিল না কোন ফ্র্যাঞ্জাইজিও। তাদের জায়গায় এসএস গ্রুপ ফ্র্যাঞ্জাইজির নাম কুমিল্লা ফাইটার্স দিয়ে দরপত্র জমা দিয়েছে।
এদিকে বিসিবি পরিচালক, আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গর্ভনিং কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, রাজশাহী থেকে দুটি প্রতিষ্ঠান বিপিএলে দল নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে। এমনকি বন্দর নগরী চট্টগ্রাম থেকেও দরপত্র পেয়েছেন তারা।
আগেই জানা গেছে, এবারের বিপিএল অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে। টুর্নামেন্টের ১২তম আসরকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফটের জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিবি। ধারণা করা হচ্ছে এবারের বিপিএল হতে পারে ৬ দলের। প্রতিটি দলের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে বিসিবি।
এছাড়া বিপিএল সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কদিন আগে দায়িত্ব দেয়া হয়েছে আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে। প্রাথমিকভাবে তাদের সঙ্গে চার বছরের জন্য চুক্তি করছে বিসিবি। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে জানা গিয়েছিল তারা এবারের বিপিএলের সঙ্গে যুক্ত থাকতে চায় না।
বিপিএল গর্ভনিং কমিটি সূত্র মতে, ১২তম আসরের জন্য আলাদা চুক্তি হবে। কারণ হিসেবে জানানো হয়েছে- এবারের আসরটির জন্য তাদের হাতে সময় কম। পরের টানা তিন বছরের জন্য হবে আলাদা চুক্তি।
এদিকে বিসিবি দেশের ১০টি অঞ্চলের নামে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে। এর মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, কুমিল্লা, নোয়াখালি ও ময়মনসিংহ। এবারই প্রথম নোয়াখালি ও ময়মনসিংহের নামে বিপিএলে দল কেনার সুযোগ রয়েছে।
দরপত্র আহবান সংক্রান্ত বার্তায় বিসিবি জানায়, অন্তত পাঁচটি ফ্র্যাঞ্জাইজি বাছাই করা হবে। সেক্ষেত্রে আর্থিক সক্ষমতা, স্বচ্ছতা, খ্যাতি ও লিগের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে।
Comments