মেলোনিকে ধূমপান ছাড়ানোর দায়িত্ব নিতে চান এরদোয়ান

গাজা যুদ্ধের অবসান নিয়ে যখন মিশরের শার্ম আল শেখে শান্তি বৈঠকে বসেছিলেন বিশ্বনেতারা, তখন এক ধূমপান নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। খবর এনডিটিভির।
প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকের ফাঁকে এরদোয়ান হেসে মেলোনিকে বলেন, 'আপনাকে বিমান থেকে নামতে দেখেছি—দারুণ লাগছিল। কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়াতে চাই।'
এ সময় পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এরদোয়ানের কথা শুনে হেসে উঠে বলেন, 'অসম্ভব!'
এরদোয়ানের পরামর্শ শুনে মেলোনি ঠাট্টাচ্ছলে জবাব দেন, 'জানি, জানি... কিন্তু ধূমপান ছাড়লে হয়তো আমি কম মিশুক হয়ে যাব।'
এরদোয়ান তুরস্ককে ধূমপানমুক্ত দেশ বানানোর অঙ্গীকার করেছেন। দেশজুড়ে 'ধূমপানমুক্ত তুরস্ক' নামের একটি প্রচারাভিযান চলছে। ধূমপানবিরোধী সচেতনতা গড়ে তোলা, ধূমপান ছাড়ার জন্য সহযোগিতা করা, ধূমপান থেকে তরুণদের বিরত রাখতে ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত একটি কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে আঙ্কারা।
গতকাল মেলোনি ও এরদোয়ান মিসরে লোহিত সাগরসংলগ্ন পর্যটন শহর শারম আল শেখে আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়েছিলেন। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিকে সমর্থন, দুই পক্ষের যুদ্ধের অবসান ও বিধ্বস্ত ফিলিস্তিনের পুনর্গঠন এবং এর শাসনব্যবস্থা নিয়ে দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করতে ওই 'শান্তি সম্মেলনের' আয়োজন করা হয়েছিল।
Comments