এক সপ্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে

এক সপ্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা ভারত সীমান্ত থেকে ২১ লাখ ৩ হাজার ৩০০ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে। গত ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত অভিযান চলাকালীন দর্শনা আইসিপি, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর ও ঝাঁঝাডাঙ্গা বিওপি এলাকার সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব মাদক ও চোরাচালানপণ্য জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী রবিবার (১২ অক্টোবর) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৬ বিজিবি ব্যাটালিয়ন সম্প্রতি পরিচালিত একাধিক সফল অভিযানে তাদের পেশাদারিত্ব ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে। গত ৫ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানপণ্য জব্দ করেছে। এগুলোর মধ্যে রয়েছে, ২২ গ্রাম হেরোইন, ৪৯ বোতল মদ, ২১ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৫০ টি টেপেনটাডল ট্যাবলেট, ১ হাজার ৩১৫ টি নেশা জাতীয় ট্যাবলেট, ৭৪ বোতল ফেন্সিডিল, ৩৩টি ভারতীয় শাড়ী যার বাংলাদেশী মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা, ১৫ কেজি ও ৪৮৫ কেজি ভারতীয় পেঁয়াজ বীজ ও ২ টি ভারতীয় ছাগল। জব্দ করা পণ্যের মূল্য ২১ লাখ ৩ হাজার ৩০০ টাকা।
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে এবং সম্ভাব্য অনুপ্রবেশ স্থান সমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সীমান্ত এলাকাকে মাদক ও অবৈধ চোরাচালানমুক্ত রাখার জাতীয় প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Comments