চট্টগ্রাম শহরে টাইফয়েড টিকা পাবে ৮ লাখ ২৯ হাজার শিশু

চট্টগ্রাম নগরীতে ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুলশিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন, স্কুলবহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বলেন, ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে vaxepi অ্যাপে ৬ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে ২ লাখ ৮ হাজার ২৬৭ জন। এর মধ্যে স্কুলের ১ লাখ ৬০ হাজার ১৪৮ জন (৩০ শতাংশ) এবং কমিউনিটি পর্যায়ে ৪৮ হাজার ১১৯ জন (১৬ শতাংশ)। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী রবিবার (১২ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।
সূত্র জানায়, স্কুলপর্যায়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১-১৩ নভেম্বর টিসিবি টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস (২৭০ দিন) থেকে ১৫ বছরের কম (১৪ বছর ১১ মাস ২৯ দিন) বয়সি সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমানের সব শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড প্রতিরোধী টিকা দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য vaxepi অ্যাপে তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এই নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রাম বিভাগ টাইফয়েড টিকা ক্যাম্পেইনে ৫৫ শতাংশ নিবন্ধন করে প্রথম স্থানে আছে। আশাকরি বাকিদেরও নিবন্ধনের আওতায় আনতে সক্ষম হব। মা মাটি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে ৫ কোটি শিশুকে বাঁচাতে হবে।
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ৫ কোটি সোনামণিকে টাইফয়েড টিকার আওতায় আনতে পারব। যে রোগে দেশে ৬ হাজার শিশু মারা যায়।
Comments