ফরিদগঞ্জের সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজ গ্রেফতার

রাজধানীর ঢাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দ্যেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাঁদপুরের ফরিদগঞ্জের সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪২) কে গ্রেফতার করেছে গোয়েন্দা বাহিনী।
৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।
তিনি জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০ টায় ডিবি রমনা বিভাগের একটি টিম হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪২) কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী ঢাকায় লোকজন সংগ্রহ করতো এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতো। এছাড়াও গোপনে দলীয় কার্যক্রম পরিচালনা করতো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments