চাঁদপুরে ছোট বোনকে সাঁতার শেখা দেখাতে গিয়ে বড় বোনের করুন মৃত্যু

চাঁদপুরে পুকুরের পানিতে এক খালাতো বোন অন্য খালাতো বোনকে সাঁতার শেখা দেখাতে গিয়ে ভুলবশত নিজেই প্রাণহানীর ঘটনা ঘটিয়েছেন।
৮ অক্টোবর বুধবার চাঁদপুর সদরের মহামায়ায় লোধের গাও এলাকার দীঘির পানিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নানার বাড়ীতে বেড়াতে এসে ১২ বছর বয়সী খাদিজা আক্তার জান্নাত তারই ৫ বছর বয়সী ছোট খালাতো বোন আদিয়া আক্তার কে সাঁতার শেখা দেখাচ্ছিলো। হঠাৎ খেলার ছলে আদিয়া পানিতে পড়ে গেলে তাকে টেনে তুলতে গিয়ে খাদিজা পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী তুহিন বেপারী জানান, খাদিজা ও আদিয়া দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে খাদিজাকে চিকিৎসক মৃত ঘোষণা করে এবং আদিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে চিকিৎসা চলছে।
চাঁদপুর সদরের শাহমাহমুদ ইউপির সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, খাদিজা ৫ম শ্রেণীতে পড়ালেখা করছিলো। কি থেকে কি করে ফেললো কিছু বলার ভাষা নেই। আমি ওর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে থাকা ওদের পরিবারের খোঁজ খবর নিয়েছি।
Comments