বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বাবু হত্যার বিচারের দাবিতে সমাবেশ

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মরণসভা করেছে বিএনপি।
বুধবার বিকালে বনপাড়া বাসস্ট্যান্ডে শহীদ সানাউল্লাহ নুর বাবু ফাউন্ডেশনের এই সমাবেশের আয়োজন করে। দীর্ঘ ১৫ বছরে বাবু হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপির, যুগ্ন আহবায়ক বিএনপির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, যুগ্ম আহব্বয়ক বাবুল চৌধুরী, বাবুর স্ত্রী মহুয়া নুর কচি সেচ্ছাসেবকদলের জেলা সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বয়ক আব্দুস সালাম মোল্লা, যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বয়ক মিজানুর রহমান, সদস্য সচিব শাহিন খলিফা, সাবেক যুবদলের প্রচার সম্পাদক সম্রাটসহ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
২০১০ সালের ৮ আক্টোবর বিএনপির মিছিলে হামলা চালিয়ে তৎকালনি উপজেলা চেয়ারম্যান বাবুকে রাজপথে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে আওয়ামী সন্ত্রাসীর। বাবুর স্ত্রী মহুয়া নুর কচির দায়ের করা মামলা ডিবির হাত ঘুরে সিআইডির হাতে তদন্ত ভার যায়।
২০২১ সালের ২৪ জুন বনপাড়া পৌরসভার মেয়র ও আওয়ামী লগি নেতা জাকির সহ ৪৪ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে সিআইডি।কিন্তু শুরু হয়নি আনুষ্ঠানিক বিচার কাজ।
Comments