দোহারে মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে সংবাদ সম্মেলন

ঢাকার দোহার উপজেলায় জমি দখলের চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নূরছালাম।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে দোহার প্রেসক্লাবের অডিটোরিয়ামে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে নূরছালাম বলেন, আমি ঢাকা জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সম্প্রতি 'দোহার বার্তা টুয়েন্টিফোর' অনলাইন পোর্টাল ও 'ইছামতি' নামক স্থানীয় দুটি পত্রিকায় আমার ফুপুর জমি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
আসলে যে জমি নিয়ে এই মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে, সেই জমির মূল মালিক ছিলেন হাই মুন্সি। পরবর্তীতে বিধান মুন্সির মা-সোনা মিয়া মুন্সির স্ত্রী, আমার ফুপু কনা আক্তার-তার কাছ থেকে জমিটি ক্রয় করেন। বর্তমানে বিধান মুন্সি, তার মা ও দুই বোন এই জমির বৈধ মালিক। আমাদের কাছে জমির সব বৈধ কাগজপত্র ও দলিল রয়েছে, যা আমি থানায়ও দেখিয়েছি।
এইসব মিথ্যা সংবাদের মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত সহায়তার দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, "আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আপনাদের লেখনির মাধ্যমে একজন মন্ত্রী বা সংসদ সদস্যকেও পদত্যাগে বাধ্য করা সম্ভব। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি-আপনারা সত্যটা যাচাই করে জনগণের সামনে উপস্থাপন করুন।
সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, রাজনৈতিক নেতা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Comments