কুরআন অবমাননায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামের বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মঙ্গলবার বিকেলে বন্দর পোর্ট কলোনি ৮ নম্বর সড়কের বন্দর প্রধান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর নতুন মার্কেট জামে মসজিদ প্রাঙ্গণে শেষ হয়।
মো:আনিছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বন্দর নতুন মার্কেট জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মওলানা নুরুল আনসার। বক্তব্য দেন মুফতি আবদুল্লাহ আল মামুনসহ স্থানীয় আলেম-ওলামাগণ।
বক্তারা বলেন, "অপূর্ব পালের কুরআন অবমাননার ভিডিও দেশের কোটি মুসলমানকে আহত করেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
তাঁরা ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়নেরও দাবি জানান। বিক্ষোভ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়।
Comments