টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে লাশ হলেন ২ নির্মাণ শ্রমিক

টাঙ্গাইলের কালিহাতীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৮ জন নির্মাণ শ্রমিক।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাংড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপযোগে ২০ জন নির্মাণ শ্রমিক বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা ওই আঞ্চলিক মহাসড়কের বাংড়া এলাকা পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিআপটিকে পিছন থেকে ধাক্কা দেয়।
এতে পিকআপে থাকা কমপক্ষে ১০ জন নির্মাণ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্মরত চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে গুরুতর ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল হাসপাতাল পুলিশ বক্স ইনচার্জ আলমগীর হোসেন বলেন— নিহত ২ জনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।আইনি প্রক্রিয়া শেষে স্বজদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়।
Comments