ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাশ বিশ্বাসের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য বাউতিপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।
ভাইরাল হওয়া ভিডিওতে যা দেখা যায়: মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং দ্রুতই ভাইরাল হয়ে যায়। ১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য হরিদাশ বিশ্বাস একটি কক্ষে একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা দাবি করেন, মেম্বার হরিদাশ বিশ্বাস দীর্ঘদিন ধরেই ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। তারা দ্রুত তাকে আইনের আওতায় এনে কঠোর বিচার করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, মেম্বারের এমন কার্যকলাপের কারণে এলাকায় মাদকের বিস্তার বাড়বে এবং যুবসমাজ ঝুঁকির মুখে পড়বে।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য হরিদাশ বিশ্বাসের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে বিষয়টি নজরে এসেছে উপজেলা প্রশাসনের।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, "ভিডিওটি আমরা দেখেছি। প্রাথমিকভাবে ওই মেম্বারকে শোকজ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
Comments