গোপালগঞ্জে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় দফায় দফায় টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানর অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্টিত করেছেন। মারাত্মক আহতদের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, বিকালে টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) এবং গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খান এর ছেলে সুমন খান (১৮) এর মধ্যে গাছের ডাব পাড়া নিয়ে মারামারি লাগে।
বিষয়টি ওই দুই গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। দফায় দফায় ধরে চলা ঘন্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মারাত্মক আহত ৮জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে টুঙ্গিপাড়া উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। যাতে আবারো কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘরে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Comments