বরগুনায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্য গ্রেফতার

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের যৌথ অভিযানে বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত এক মাস ধরে বরগুনার বিভিন্ন থানায় বিকাশ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতারক চক্রটিকে শনাক্ত করে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৫ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—
১️. মো. সুজন (পিতা: নাসির উদ্দিন হাওলাদার), সাং—দেবপুর, কলাপাড়া, পটুয়াখালী।
২️. আব্দুর রহমান (২৫), পিতা—দেলোয়ার মুন্সী।
৩️. সুমি (২২), স্বামী—আব্দুর রহমান, সাং—উত্তর টিয়াখালী, আমতলী, বরগুনা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষকে ফোন করে আত্মীয়-স্বজন অসুস্থ বা বিপদের অজুহাতে টাকা হাতিয়ে নিচ্ছিল।
প্রতারিতদের মধ্যে একজন হলেন আমতলী উপজেলার গাজীপুর এলাকার মো. রাকিবুল খান। তিনি জানান, তার প্রবাসী বড় ভাই অসুস্থ এমন ভুয়া তথ্য দিয়ে প্রতারকরা তার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩৮ হাজার টাকা নেয়। এ ঘটনায় আমতলী থানায় প্রতারণা মামলা (নং-০৭, তারিখ: ০৫/১০/২০২৫, ধারা: ৪০৬/৪২০) দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। বরগুনা ও আশপাশের জেলায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ও ডিবি পুলিশ।
Comments