চট্টগ্রামে সাংবাদিকের উপর হামলা: ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি

চট্টগ্রামে সাংবাদিক হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন পারভেজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)।
সোমবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন আয়োজিত হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি বলেছেন, জঙ্গল সলিমপুর নিয়ে বারবার গল্প লিখে দায় এড়ানোর চেষ্টা আর চলবে না। অবিলম্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশকে নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে এলাকাটি সরকারি তফসিলভুক্ত জমি হিসেবে পুনর্গঠন করা জরুরি।
কঠোর হুশিয়ারি উচ্চারণ করে জাহিদুল করিম কচি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই হওয়া সরঞ্জাম উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে এর পরিণতি ভালো হবে না।
মানববন্ধনে বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও কালের কণ্ঠ পত্রিকার ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শহীদুল ইসলাম, নগর নিউজের নির্বাহী সম্পাদক আমিনুল ইসলাম, আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, পূর্বদেশ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ফারুক আব্দুল্লাহ, দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী লুনা, দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ফারুক মুনির ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মনিরুল ইসলাম পারভেজ।
বক্তারা বলেন, বর্তমানে জঙ্গল সলিমপুর একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকাটি চট্টগ্রাম জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের সীমানার মধ্যবর্তী হওয়ায় দুই সংস্থা দায়িত্ব এড়িয়ে যায়। আমরা এই অজুহাত মানি না। জঙ্গল সলিমপুরের এই অবস্থা একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও প্রশাসনের নীরবতায় এটি আজ সন্ত্রাসীদের ঘাঁটি হয়ে উঠেছে।
অপরদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রেসক্লাব চত্তরে এই কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।
দৈনিক আমার দেশ পত্রিকার মিরসরাই প্রতিনিধি, জৈষ্ঠ সাংবাদিক নুরুল আলমের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার মিরসরাই প্রতিনিধি এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ, সমকাল প্রতিনিধি বিপুল দাশ, ভোরের দর্পন প্রতিনিধি আশরাফ উদ্দিন, মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, ইত্তেফাক প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালের কন্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বণিক বার্তা প্রতিনিধি রাজু কুমার দে, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আবু সাঈদ ভূঁইয়া, চ্যানেল এস প্রতিনিধি নাছির উদ্দিন, সংগ্রাম প্রতিনিধি ছায়েফ উল্লাহ, ইনকিলাব প্রতিনিধি ইমাম হোসেন, কালবেলা প্রতিনিধি আজিজ আজহার, একুশে টেলিভিশন প্রতিনিধি ইকবাল হোসেন জীবন, সিভয়েস প্রতিনিধি ফিরোজ মাহমুদ, প্রথম আলো প্রতিনিধি ইকবাল হোসেন, মোহনা টিভির প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভি প্রতিনিধি দিদারুল আলম, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি জাবেদ ভূঁইয়া, সাংবাদিক জাবেদ হোসাইন, আজকের পত্রিকা প্রতিনিধি সাফায়েত মেহেদী, আব্দুল মান্নান রানা, রবি করিম, কমল পাটোয়ারি বাচ্চু, শাখাওয়াত হোসেন সাকিব, ইব্রাহিমসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের উপর ন্যাক্কারজনক হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত সময়ে গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। বিভিন্ন সময় অন্যায়ের বিরুদ্ধে লেখনির কারণে সাংবাদিক দম্পতি সাগর-রুনি সহ খুন হওয়া সকল সাংবাদিকদের খুনীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এছাড়া সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধের আহবান জানান।
প্রসঙ্গত, গেলো ৫ অক্টোবর সকালে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপারসন মো. পারভেজ। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
Comments