বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'উন্নত নগরায়ন, টেকসই ভবিষ্যৎ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধি, নগর পরিকল্পনাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ১০ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও পোস্টার প্রদর্শনের মাধ্যমে টেকসই বসতির গুরুত্ব তুলে ধরেন।
র্যালি শেষে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার, খোন্দকার আজিম আহমেদ । তিনি তাঁর বক্তব্যে বলেন, "টেকসই নগরায়নের জন্য জনগণের সচেতনতা এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশ্ব বসতি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—নগর পরিকল্পনায় সকলের অংশগ্রহণ কতটা জরুরি।"
সভায় স্বাগত বক্তব্য রাখেন,এস.এম তুহিনূর আলম,চেয়ারম্যান, রাজশাহী উন্নয়ন কতৃপক্ষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার)পিএইচডি,ডিআইজি,রাজশাহী রেঞ্জ, রাজশাহী,মোহাম্মদ আবু সুফিয়ান,পুলিশ কমিশনার,আরএমপি, রাজশাহী,ওম প্রকাশ নন্দি,অতিরিক্ত প্রধান প্রকৌশলী রাজশাহী গণপূর্ত জোন,রাজশাহী,আফিয়া আক্তার,জেলা প্রশাসক, রাজশাহী।
উক্ত অলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,ড.মোঃ মোস্তাফিজুর রহমান,অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এছাড়াও বক্তব্য রাখেন,রাজশাহী গণপূর্ত বিভাগের তত্তাবধায়ক প্রকৌশলী আশিস ডি কস্টা,গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম সহ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং শিক্ষাবিদগণ।
আলোচনা সভায় বক্তারা নগরায়নের চ্যালেঞ্জ, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ ও পরিকল্পিত বাসস্থান ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
Comments