গোপালগঞ্জে ইসলামী ব্যাংকে এস আলমের অবৈধ নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দফা দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার (০৬ অক্টোবর) বেলা ১১টায় মুকসুদপুর ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এসময় অবৈধ নিয়োগ বাতিলসহ ৪ দফা দাবী বাস্তবায়নের দাবীতে বিভিন্ন ধরনের শ্লোগান দেন তারা।
মানববন্ধন চলাকালে ইসলামী ব্যাংক গ্রাহক পাঠক ফোরামের সদস্য আবু তালিব ফরাজী, হুসাইন আহমেদ রিদয়, খালিদ মল্লিক, মোঃ মুবিন হোসেন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ৪ দফা দাবী উল্লেখ করে বলেন, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে। এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে। যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Comments