গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে এ দিবসটি পালন করে।
"পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া" এ প্রতিপাদ্যে আজ সোমবার (০৬ অক্টোবর) সকাল ১০টায় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল, গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: জীবিতেশ বিশ্বাস বক্তব্য রাখেন। এসময় গণপুর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সমীর বিশ্বাস,তন্ময় কর্মকার সহ উপসহকারি প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজন মিটিয়ে শ্রেণী বৈষম্য হ্রাস করে টেকসই শহর গড়ে তুলতে হবে। গোপালগঞ্জে বসতি স্থাপানে কোন আইন মানা হয় না। তাই পরিবেশ, চলাচল, জলাশয়, দুর্যোগ ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ইত্যাদি বিষয়কে বিবেচনায় নিয়ে পরিকল্পিত শহর নির্মাণ করতে হবে।
Comments