সিলেটে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী সাহিদা বেগম (২৩) খুন হয়েছেন। শনিবার সকাল ৮টায় উপজেলার ইসলামপুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী রেজাউল করিমকে (৩৫) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানাপুলিশ।
জানা যায়, আজ সকালে পারিবারিক কলহের জেরে শাহিদা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় স্বামী রেজাউল করিমের। এক পর্যায়ে সে (স্বামী) ঘরে থাকা বটি দিয়ে স্ত্রী সাহিদা বেগমের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে রেজাউল করিমকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Comments