হিলিতে পুকুরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধন

দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চন্ডিপুর এলাকায় শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত ইকবাল হোসেন জানান, তার লিজকৃত পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া এবং দেশি প্রজাতির বিভিন্ন মাছ ছিল। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছি। হঠাৎ রাতে কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে আমার প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জন্য থানায় লিখিত অভিযোগ দেবো।
স্থানীয়রা জানান, হঠাৎ মাছগুলো পানিতে ভেসে উঠেছে। এটি দেখে বোঝা যায়, স্বাভাবিক মৃত্যু নয়, বরং পুকুরে কেউ বিষ প্রয়োগ করেছে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ বিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। মাছ চাষিরা আশঙ্কা করছেন, পুনরায় এমন ঘটনা ঘটলে ক্ষতির মাত্রা আরও বাড়বে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দ্রুত ব্যবস্থা নেবে।
Comments