সুরমার তীরে প্রতিমা বিসর্জন, ভক্তদের চোখে-মুখে বিষাদের ছায়া
সিলেটে উৎসব-আনন্দ আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে দেবী দুর্গা স্বামীগৃহ কৈলাসে ফিরে যান। এ বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা মায়ের প্রতিমা বিসর্জন করেন। তাই দুর্গাপূজার শেষ দিনে মণ্ডপে মণ্ডপে ভক্তদের চোখে-মুখে ছিল বিষাদের ছায়া। বিদায়ের বেদনায় ভারাক্রান্ত ভক্তরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টা আর ঢাক-ঢোলের সুরে মাকে বিদায় জানান।
বিজয়া দশমীর সকালে প্রতিটি মণ্ডপে অনুষ্ঠিত হয় বিহিতপূজা। এর পর পালিত হয় দর্পণ বিসর্জন সহপূজা-আচার। এরপরই শুরু হয় প্রতিমা শোভাযাত্রা এবং বিসর্জনের আনুষ্ঠানিকতা।
সিলেটন গরীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে শোভাযাত্রা বেরহয়ে চাদঁনী ঘাটে গিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ঢাক-ঢোল, শঙ্খ আর আলোর ঝলকানিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো নগরীতে। ভক্তরা সপরিবারে অংশ নেন এ বিদায়ী আনুষ্ঠানে।
বিসর্জন অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ প্রস্তুতি নেয়। পুরো বিসর্জন এলাকায় ছিল পুলিশ ও র্যাবের বাড়তি নজরদারি। নৌপথে দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন নৌ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। ফলে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় সিলেটের শারদীয় দুর্গাপূজা।
এ বছর জেলায় মোট ৬১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে মহানগরে সার্বজনীন ১৪২টি ও পারিবারিক ২০টি মণ্ডপ এবং জেলায় সার্বজনীন ৪২৭টি ও পারিবারিক ২৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।
Comments