পটুয়াখালী মন্দির সংস্কারে জিয়া গবেষণা পরিষদের অনুদান

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের তিনটি মন্দিরে এবং বাউফল উপজেলায় ১৭টি মন্দিরে প্রতিটির জন্য তিন লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান। বুধবার (১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার নবমী দিনে স্থানীয় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এই ঘোষণা করেন।
আনিসুর রহমান বলেন, মন্দিরগুলোতে অনুদান মূলত সংস্কার ও উন্নয়ন কাজের জন্য প্রদান করা হবে যাতে স্থানীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং পূজামণ্ডপের অবকাঠামো অনেক উন্নত হয়। তিনি আরও বলেন, "৭১ এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি—আল বদর, রাজাকারের দোষীদের নির্বাচনের মাধ্যমে বিতাড়িত করে দিতে হবে। তাদের হাতে বাংলাদেশের পতাকা দেয়া যাবে না। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" অনুদান ঘোষণা ও রাজনৈতিক আহ্বানে স্থানীয় পূজা কমিটি ও উপস্থিত জনতা উভয়েই সাড়া দেন।
এ সময় স্থানীয় পূজা কমিটির সভাপতি সহ শহীদ জিয়া গবেষণা পরিষদের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো: মাহাবুব মাতব্বর, সদস্যসচিব গোলাম কিবরিয়া লিটন সিকদার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। মন্দির কমিটির নেতারা অনুদানের ঘোষণায় খুশি প্রকাশ করে জানান, এ অর্থ মন্দিরগুলোর জরুরি মেরামত, বৈদ্যুতিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা, এবং বুদ্ধিসংক্রান্ত অনুষ্ঠানের প্রয়োজনে ব্যবহার করা হবে।
প্রতিক্রিয়ায় স্থানীয়রা বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে ধর্মীয় স্থাপনা রক্ষাসহ সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের সহায়তা জরুরি। একই সঙ্গে অনেকে আশা ব্যক্ত করেছেন যে, সরকারি সহযোগিতায় ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
Comments