কেরানীগঞ্জে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন: ইরফান অমি

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেরানীগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের জনতার এমপি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
বুধবার (১ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি কালিন্দী ইউনিয়নের খোলামোড়া হিন্দু মন্দির থেকে ভাগনা কালিন্দী হিন্দু মন্দিরসহ কেরানীগঞ্জের একাধিক পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ-খবর নেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
মণ্ডপ পরিদর্শন শেষে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক ঘরে গ্যাসের ব্যবস্থা থাকবে। খোলামোড়া থেকে কালিন্দী পর্যন্ত একটি সেতু নির্মাণ করা হবে, যাতে মানুষকে আর কষ্ট করে নৌকায় পারাপার হতে না হয়। কেরানীগঞ্জকে আমরা সাজাতে চাই অন্যায়, চাঁদাবাজি, মাদক ও ভূমিদখলমুক্ত একটি আধুনিক এলাকায়।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তারেক রহমান সবসময় বলেন-ধর্ম যার যার, রাষ্ট্র সবার; নিরাপত্তার অধিকার সবার।' এ কারণেই দুর্গোৎসব চলাকালীন প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি'র নেতাকর্মীরাও পাহারায় থাকবে।
এসময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা শামসুল ইসলাম লিটন, মাহবুব হোসেন মেহেবুব, সাইদুর রহমান আংকু, হাজী সেলিম রেজা, আতাউর রহমান হীরা, খোরশেদ আলম, রফিক নেতা, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়ালী উল্লাহ সেলিম, কৃষকদল নেতা ঈসমাইল, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, যুব দলের আহ্বায়ক মহসিন কবীর, জাসাস নেতা সাফায়েত হোসেনসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Comments