নোবেল শান্তি পুরস্কার চাইলে গাজা যুদ্ধ থামান: ট্রাম্পকে মাখোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাকে সবার আগে গাজায় চলমান যুদ্ধ থামাতে হবে। গেল মঙ্গলবার এমন মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।
নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, একমাত্র ট্রাম্পই পারেন এই যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে।
মাখোঁর মতে, 'এ বিষয়ে একজনই কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি (ট্রাম্প) আমাদের চেয়েও বেশি কিছু করতে পারেন, কারণ আমরা গাজায় যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করি না। যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরবরাহ করে।'
এর আগে একই দিন (মঙ্গলবার) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ট্রাম্প পশ্চিমা মিত্রদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের বিরোধিতা করেন। তার মতে, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। তবে একই ভাষণে তিনি শান্তির কথা বলছিলেন। ট্রাম্প বলেন, 'আমাদের অবশ্যই গাজায় অবিলম্বে যুদ্ধ থামাতে হবে। আমাদের অবিলম্বে শান্তি আলোচনা শুরু করতে হবে।'
ট্রাম্পের এই ভাষণের বিষয়ে মাখোঁ বলেন, 'আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি শান্তির কথা বলছেন। আজ সকালেও মঞ্চ থেকে তিনি বলেছেন: 'আমি শান্তি চাই, আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।' তিনি নোবেল শান্তি পুরস্কার চান। কিন্তু এই সংঘাত বন্ধ করতে পারলেই কেবল নোবেল শান্তি পুরস্কার পাওয়া সম্ভব।'
কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের মতো কয়েকটি দেশ শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য ট্রাম্পকে এই বার্ষিক পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তার চারজন পূর্বসূরি এই পুরস্কার পেলেও, এটি তারই প্রাপ্য।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ট্রাম্পের পক্ষ নিয়ে বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘে উপস্থিত সকলের সম্মিলিত চেষ্টার চেয়েও শান্তির জন্য বেশি কাজ করেছেন। কেবল এই প্রেসিডেন্টই বিশ্ব স্থিতিশীলতার জন্য এত কিছু করতে পেরেছেন, কারণ তিনি সফলভাবে আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন।'
Comments