প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান, আবেগাপ্লুত স্ত্রী গৌরী

দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এবারই প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। বলিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা শাহরুখ খান। যাকে ইন্ডাস্ট্রির বাদশাহ বলা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে ৭১তম জাতীয় পুরস্কার প্রদান করা হয়। এদিন জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জমকালো আয়োজনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার বুঝে নেন শাহরুখ খান। আর তার এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বলিউড বাদশাহ পুরস্কার পেলেও অবশ্য গত আগস্টের প্রথম দিনই ঘোষণা এসেছিল, কারা জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন। সেদিন জাতীয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছিল। আর এদিন বিজ্ঞানভবনে বিজয়ীদের হাতে সম্মানস্মারক তুলে দেয়ার আয়োজন হয়।
এদিকে শাহরুখ খানের এই সাফল্য শুধু তার একার নয়। যা তার স্ত্রী গৌরী খানের উচ্ছ্বাসে স্পষ্ট। সুপারস্টার স্বামী শাহরুখের ক্যারিয়ারে এই সম্মানপ্রাপ্তিতে আপ্লুত তিনি। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক পোস্টে তারকা স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, 'কি অসাধারণ যাত্রা ছিল তোমার (শাহরুখ খান)। জাতীয় পুরস্কার জয়ের জন্য অভিনন্দন।'
গৌরী খান আরও লিখেছেন, 'তুমিই যোগ্য... এটা তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। এই পুরস্কারের জন্য এখন আমি একটি বিশেষ মান্টাল (শোকেস জাতীয়) ডিজাইন করছি।'
এদিন জাতীয় পুরস্কারের জন্য আরও ভূষিত হয়েছেন- সেরা অভিনেতা হিসেবে 'টুয়েলভথ ফেল'র যৌথভাবে বিক্রান্ত ম্যাসি। 'মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে' সিনেমার জন্য রানি মুখার্জি। একইমঞ্চে দাদাসাহেব ফালকে পুরস্কার পান দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি সিনেমার পুরস্কার পায় 'কাঁঠাল: অ্যা জ্যাকফ্রুট মিসস্ট্রি'। 'সাম বাহাদুর'র এর ঝুলিতে তিনটি জাতীয় পুরস্কার।
Comments